তাঞ্জানিয়ার সঙ্গে সুনীল অর্থনীতি খাতে কাজ করতে সম্মত বাংলাদেশ

বাংলাদেশ ও আফ্রিকার দেশ তাঞ্জানিয়া কৃষি, সুনীল অর্থনীতি ও অন্যান্য অর্থনৈতিক খাতে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে।

সোমবার (১৫ নভেম্বর) পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সাথে তাঞ্জানিয়ার পশুপালন ও মৎস্য মন্ত্রী মাশিমবা মাশাউরি এবং সুনীল অর্থনীতিমন্ত্রী আবদুল্লাহ হোসেন কমবোর এক বৈঠক অনুষ্ঠিত। বৈঠকে এ বিষয়ে উভয়পক্ষ  সম্মত হয়।

প্রসঙ্গত, তাঞ্জানিয়ার মন্ত্রীরা ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশনের ২১তম মিনিস্টারিয়েলে অংশগ্রহণের জন্য ঢাকায় এসেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয় তাঞ্জানিয়ার মন্ত্রীরা একুয়া কালচার, মৎস্য খাত, জাহাজ নির্মাণ ও হর্টিকালচার সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন।

বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধির জন্য বেশি করে প্রতিনিধি দল পাঠানোর বিষয়ে উভয়পক্ষ সম্মত হয়েছে। এছাড়া উভয়পক্ষ আনুষ্ঠানিক যোগাযোগ তৈরি করে সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়েছে।