আফগানিস্তান থেকে ফিরেছেন ছয় বাংলাদেশি

আফগানিস্তানে আটকে পড়া ছয় বাংলাদেশি দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ইরান হয়ে তারা ঢাকায় আসেন।

ফেরত আসা বাংলাদেশিরা হলেন— সেরাজুল ইসলাম, সৈয়দ মো. সোহেল, কাজী সারওয়ার সাকালিন, মোহাম্মাদ আব্দুর রশিদ মিয়া, আলফাজুল হক চৌধুরী এবং  মশিয়ুর রহমান। তারা সবাই আফগানিস্তানের জালালাবাদে মাক্কি তাবলিগ মারকাজ মসজিদে অবস্থান করছিলেন।

শুক্রবার (২৬ নভেম্বর) এ বিষয়ে জানতে চাইলে উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত জাহাঙ্গির আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওই বাংলাদেশিরা ইরান হয়ে ঢাকায় ফেরত গেছেন। এ পর্যন্ত দূতাবাসের সহায়তায় মোট ৩২ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো সম্ভব হয়েছে।’

উল্লেখ্য, আফগানিস্তানে বাংলাদেশের কোনও দূতাবাস নেই। উজবেকিস্তান থেকে রাষ্ট্রদূত জাহাঙ্গির আলম আফগানিস্তানে বাংলাদেশের স্বার্থ দেখাশোনা করেন।