সমৃদ্ধশালী দেশ গড়তে নারীদের সক্ষমতাকে ব্যবহারের আহ্বান স্পিকারের

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘নারীরা কঠিন সময়ে হাল ছেড়ে দেয় না। নারীদের এই সক্ষমতাকে জাতীয় উন্নয়নে ব্যবহার করতে হবে। এর মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা-দারিদ্রমুক্ত সমৃদ্ধশালী স্বপ্নের সোনার বাংলাদেশ প্রতিষ্ঠার পথ সম্প্রসারিত হবে।’ শুক্রবার (৩ ডিসেম্বর) রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে ‘বিজয়ের ৫০ বছর-লাল সবুজের মহোৎসব’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব বলেন।

স্পিকারের দৃষ্টিতে, ‘বাহান্নর ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধসহ সকল সময়েই আন্দোলন-সংগ্রাম-দুঃসময়ে নারীদের ভূমিকা ছিল অপরিসীম। বাংলার স্বাধীনতার ইতিহাসের সঙ্গে নারীদের অবদান ওতপ্রোতভাবে জড়িত। একাত্তরের মুক্তিযুদ্ধে সম্মুখ সমরে অস্ত্র হাতে যুদ্ধ করেছে বাংলার নারীরা।’

রংপুর-৬ আসনের এই সংসদ সদস্যের কথায়, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ নারীর ক্ষমতায়নের উজ্জ্বল দৃষ্টান্ত। নারীদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবক্ষেত্রে সুযোগ সৃষ্টির মাধ্যমে বহুমুখী কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের জায়গায় নারীদের মতামতের মূল্যায়নে সরকার বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। দেশের সামগ্রিক উন্নয়নে নারীরা আজ উল্লেখযোগ্য অবদান রাখতে পারছে।’

এফবিসিসিআইয়ের উদ্যোগে ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সার্বিক সহযোগিতায় চলছে ১৬ দিনব্যাপী ‘বিজয়ের ৫০ বছর-লাল সবুজের মহোৎসব’। এমন একটি আয়োজন সফলভাবে বাস্তবায়নে সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে ধন্যবাদ দেন স্পিকার। তিনি মনে করেন– মুজিববর্ষ, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয়ের মাসে লাল সবুজের মহোৎসব আয়োজন সকলকে অনুপ্রাণিত করবে।

শুক্রবারের অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দীন সম্মানিত অতিথি এবং ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।