শনাক্ত ও মৃত্যু কমেছে

গত সপ্তাহে (২৯ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর) করোনায় নতুন শনাক্ত হওয়া রোগী তার আগের সপ্তাহের (২২ নভেম্বর থেকে ২৮ নভেম্বর) তুলনায় কমেছে। কমেছে মৃত্যু ও সুস্থ হওয়া রোগীর সংখ্যাও।

সোমবার (৬ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

অধিদফতরের তথ্য মতে, গত সপ্তাহে করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ৬৫৯ জন, তার আগের সপ্তাহে শনাক্ত হয়েছিলেন এক হাজার ৬৯৬ জন। অর্থাৎ গত সপ্তাহে তার আগের সপ্তাহের তুলনায় রোগী শনাক্ত হওয়ার হার কমেছে দুই দশমিক দুই শতাংশ। গত সপ্তাহে করোনা থেকে সুস্থ হয়েছেন এক হাজার ৯৫৭ জন। তার আগে সপ্তাহে সুস্থ হয়েছিলেন দুই হাজার ১১৯ জন। সুস্থ হওয়া রোগীর সংখ্যা কমেছে সাত দশমিক ছয় শতাংশ।

গত সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩ জন, তার আগের সপ্তাহে মারা গেছেন ২৫ জন। অর্থাৎ মৃত্যু কমেছে আট শতাংশ।

অধিদফতরের তথ্য মতে, গত সপ্তাহে করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে এক লাখ ২৯ হাজার ৫৪৮টি, আর তার আগের সপ্তাহে পরীক্ষা হয়েছিল এক লাখ ২৮ হাজার ২৬১টি। অর্থাৎ নমুনা পরীক্ষার হার বেড়েছে এক শতাংশ।