ডা. মুরাদের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে

সদ্য পদত্যাগ করা তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ড. মুরাদ হাসানের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের দফতরে জমা দেওয়া হয়েছে। সাবেক তথ্য প্রতিমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন প্রতিমন্ত্রীর পক্ষে পদত্যাগপত্রটি জমা দেন। মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের পক্ষে তার একান্ত সচিব মাহমুদ ইবনে কাসেম পদত্যাগপত্রটি গ্রহণ করেন।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) বেলা ৩টায় পদত্যাগপত্রটি কেবিনেটে জমা দেওয়া হয়। এর আগে দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে পদত্যাগপত্রে স্বাক্ষর করে পাঠান ডা. মুরাদ। তিনি বর্তমানে চট্টগ্রামে অবস্থান করছেন।

ব্যক্তিগত কারণ দেখিয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন ডা. মুরাদ হাসান। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অসৌজন্যমূলক বক্তব্য দেওয়ায় তাকে আজ মঙ্গলবারের মধ্যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার পর পদত্যাগ করলেন তিনি।

আরও পড়ুন...

পদত্যাগপত্র পাঠিয়েছেন মুরাদ হাসান

যা আছে মুরাদ হাসানের পদত্যাগপত্রে 

‘ভুল করে থাকলে’ মাফ চাইলেন মুরাদ হাসান

ভাইরাল অডিও প্রসঙ্গে নায়ক ইমন: ‘প্রতিমন্ত্রীকে সামাল দেওয়ার চেষ্টা করেছি মাত্র’

ফোনালাপে ধর্ষণের হুমকি: তোপের মুখে তথ্য প্রতিমন্ত্রী