নিজেদের বাংলাদেশের নাগরিক ভাবতে হবে: সংখ্যালঘুদের প্রতি প্রাণিসম্পদমন্ত্রী

সংখ্যালঘু সম্প্রদায়কে উদ্দেশ করে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, নিজেদের বাংলাদেশের নাগরিক ভাবতে হবে। কে কোথায় কী তির্যক মন্তব্য করলো, এটা ধরে রাখলে সামনে এগুনো যাবে না। দেশের নাগরিক হিসেবে আপনাদের দৃঢ়চেতা মানসিকতা রাখতে হবে। সংকটের মধ্যেও মুক্তিযুদ্ধের চেতনার জন্য কাজ করতে হবে। ভয়শূন্য চিত্ত নিয়ে এগিয়ে যেতে হবে।

শুক্রবার (১০ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুভব বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভায় মন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনও সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে আপোস করেন না বলে মন্তব্য করে তিনি বলেন, বাঙালি জাতিসত্তার জন্য বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা লড়াই করেছিলাম। আবার যেন সাম্প্রদায়িক, স্বাধীনতাবিরোধী, উগ্র কোনও পক্ষ রাষ্ট্র ক্ষমতায় আসতে না পারে, সম্প্রীতির এ দেশকে আবার যেন কেউ সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করতে না পারে, সে বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সকলকে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার প্রত্যয় নিয়ে কাজ করতে হবে।

রেজাউল করিম বলেন, ভ্রাতৃপ্রতিম মানসিকতায় হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানের ঊর্ধ্বে আমাদের পরিচয় হলো আমরা বাঙালি, আমরা মানুষ। তবে কিছু মানুষরূপী অমানুষ এদেশে রয়েছে যাদের বিরুদ্ধে শেখ হাসিনার নেতৃত্বে আমাদের লড়াই। কদর্য লোকদের মৌলিক চরিত্রের প্রকাশ ধর্মের উপর নির্ভর করে না।

মন্ত্রী বলেন, ১৯৭৫ এর ১৫ আগস্টের পর আবার সাম্প্রদায়িক রাজাকাররা স্বনামে-বেনামে নানাভাবে এ দেশ শাসন করেছে। কিন্তু এ সুযোগ তারা আর পাবে না। সম্মিলিতভাবে আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে যার জন্য রাম-রহিমের রক্তে একাত্ম হয়ে আমরা স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে এনেছি। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা সামনে এগিয়ে নিয়ে যাবো। শেখ হাসিনা সকল ধর্মের মানুষের সঙ্গে আছেন।

অনুভব বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ও  সাবেক সচিব হীরালাল বালার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সরকারের প্রাক্তন সচিব ও সমিতির উপদেষ্টা ড. মিহির কান্তি মজুমদার, সাধারণ সম্পাদক অতুল চন্দ্র মণ্ডল, সদস্য মিন্টু কুমার মণ্ডল এবং বার্ষিক সাধারণ সভার আহ্বায়ক জগদীশ চন্দ্র বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।