রমনা কালী মন্দিরে প্রার্থনায় কোবিন্দ, উদ্বোধন করলেন সম্প্রসারিত অংশ

ঢাকার রমনা কালী মন্দিরের সংস্কার হওয়া অংশের উদ্বোধন করলেন বাংলাদেশ সফররত ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ। শুক্রবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মন্দির প্রাঙ্গনে পৌঁছালে ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান ভারতের রাষ্ট্রপ্রধানকে স্বাগত জানান। রাম নাথের স্ত্রী সবিতা কোবিন্দ ও মেয়ে স্বাতী কোবিন্দ এসময় সঙ্গে ছিলেন।

কালী মন্দিরের সংস্কার হওয়া অংশের ফলক উন্মোচনের পর স্ত্রী ও মেয়েকে সঙ্গে নিয়ে প্রার্থনা করেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। মূল মন্দিরে ঢোকার সময় শাঁখ বাজিয়ে সনাতনী রীতিতে স্বাগত জানানো হয় ভারতের রাষ্ট্রপ্রধানকে। প্রার্থনা শেষে মন্দির প্রাঙ্গনে উপস্থিত মন্দির কমিটির সদস্য ও সনাতন সম্প্রদায়ের মানুষদের সঙ্গে কুশল বিনিময় করেন কোবিন্দ। সব মিলয়ে ১৫ মিনিটের মতো রমনা কালী মন্দিরে অবস্থান করেন ভারতের রাষ্ট্রপতি।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে স্ত্রী, কন্যাকে নিয়ে তিন দিনের রাষ্ট্রীয় সফরে বুধবার সকালে ঢাকায় পৌঁছান রাষ্ট্রপতি কোবিন্দ। ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্যরা।

সংস্কার হওয়া অংশের উদ্বোধন করছেন রাম নাথ কোবিন্দ (ছবি: পিআইডি)

সফরের প্রথম দিন বিকালে সোনারগাঁও হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে কোবিন্দ বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠক করেন এবং নৈশ ভোজে অংশ নেন। এছাড়া প্রথম দিন বিমানবন্দরে নেমেই সেখান থেকে হেলিকপ্টার করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন ভারতের রাষ্ট্রপতি। সাভার থেকে ফিরে ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন তিনি।

পরের দিন বৃহস্পতিবার সকালে শেরেবাংলা নগরে জাতীয় প্যারেড ময়দানে বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নেন কোবিন্দ। বিকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নেন তিনি।

রাষ্ট্রীয় সফর শেষ করে আজ শুক্রবার (১৭ ডিসেম্বর) বেলা ১২টা ৪৫ মিনিটে দিল্লির উদ্দেশে ঢাকা ছাড়েন কোবিন্দ।