পোশাক শিল্প ৩০ লাখ নারীর ভাগ্য বদলে দিয়েছে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশের তৃণমূলের ৩০ লাখ নারীর ভাগ্য বদলে গেছে পোশাক শিল্পের কারণে। এ শিল্প দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থানেও বড় অবদান রাখছে।

স্বাধীনতার ৫০ বছর এবং বিজিএমইএ’র ৪০ বছর উদযাপন উপলক্ষে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাতে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম, জাতীয় সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী, বিজিএমই’র বর্তমান সভাপতি ফারুক হাসানসহ সাবেক সভাপতিরা বক্তব্য দেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘পোশাক শিল্প নিয়ে আলোচনা হলে ৩৫ বিলিয়ন মার্কিন ডলারের রফতানির কথা বলা হয়। আমি বলব—আমরা কেবল অর্থনীতিকে সমৃদ্ধ করি নাই, ৩০ লাখ গ্রামীণ নারীর কর্মসংস্থান করেছি, এই শিল্পের কারণে তাদের জীবন বদলে গেছে।’

দেশের অর্থনীতিতে পোশাক শিল্পের অবদানের কথা তুলে ধরে বিজিএমই’র সাবেক এই সভাপতি আরও বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশের যে শক্ত অবস্থান তৈরি হয়েছে, এর পেছনে এই শিল্পের অবদান রয়েছে। পোশাক শিল্প দিয়ে বর্হিবিশ্বে আজ বাংলাদেশকে নতুনভাবে চেনে।

কোভিড মোকাবিলায় প্রদত্ত প্রণোদনা ঋণ পরিশোধের সময়সীমা বৃদ্ধি, কর জটিলতা নিরসনসহ পোশাক শিল্পের বিভিন্ন সমস্যা সমাধানে অর্থ মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ডসহ (এনবিআর) সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নিয়ে বৈঠক করবেন বলে জানান তিনি।

অনুষ্ঠানে বিজিএমই’র নিজস্ব গ্রন্থের মোড়ক উন্মোচন ও বিজিএমই’র সাবেক সভাপতিদেরকে সম্মাননা প্রদান করা হয়।

এ সময় ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক, বাণিজ্য সংগঠনের নেতা, অর্থনীতিবিদ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

খবর: বাসস