ডিসিদের প্রশংসা করলেন স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সরকারি সেবা তৃণমূলে পৌঁছে দিতে জেলা প্রশাসকরা (ডিসি) অগ্রণী ভূমিকা রাখছেন। উন্নয়ন কার্যক্রমের সফলতা বহুলাংশেই তাদের ওপর নির্ভরশীল বলেও জানান তিনি।

করোনার সময় খাদ্য বিতরণে সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য জেলা প্রশাসকদের ভূমিকার প্রশংসা করে স্পিকার বলেন, নারীদের সমঅধিকার নিশ্চিত ও তাদের সামাজিকভাবে সুরক্ষিত রাখার বিষয়েও ডিসিদের যথাযথ ভূমিকা রাখতে হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে বুধবার (১৯ জানুয়ারি) ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত 'জেলা প্রশাসক সম্মেলন ২০২২'-এ প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্পিকার এসব কথা বলেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত কার্যক্রমগুলো বাস্তবায়নে জেলা প্রশাসকগণকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান স্পিকার।

মন্ত্রিপরিষদ সচিব খোন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসকসহ, বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।