রোহিঙ্গা প্রত্যাবাসন না হওয়ায় হতাশ বাংলাদেশ

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে বাংলাদেশ। দীর্ঘদিন ধরে তারা বাংলাদেশে অবস্থান করায় মানবপাচার ও মাদক চোরাচালানের মতো অপরাধ বৃদ্ধির সঙ্গে নিরাপত্তা সংকট সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। নতুন নিয়োগপ্রাপ্ত মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত নোলিন হেইজারের সঙ্গে মঙ্গলবার (২৫ জানুয়ারি) ভার্চুয়াল বৈঠকে এসব কথা বলেছেন তিনি। 

পররাষ্ট্র সচিব জানান, বাংলাদেশের প্রথম অগ্রাধিকার হচ্ছে রোহিঙ্গা প্রত্যাবাসন। পাঁচ বছর অতিক্রমের পরও রোহিঙ্গা প্রত্যাবাসন বাস্তবায়ন না হওয়ায় হতাশা ব্যক্ত করেছেন তিনি।

মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত নোলিন হেইজারের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানের জন্য নোলিন হেইজারকে কার্যকরি ভূমিকা রাখতে অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র সচিব।

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করেন মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত। তিনি নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মাসুদ বিন মোমেনের সঙ্গে আলাপ করেন।