ইউক্রেন নিয়ে ঢাকাকে নিজেদের অবস্থান জানাতে চায় ইইউ

রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পর ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেন বিষয়ে তাদের অবস্থান জানাতে চায় বাংলাদেশকে। এজন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করেছে ঢাকার ইইউ দূতাবাস।

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত ‘মিট দি রিপোর্টার্স’ অনুষ্ঠানে ইইউর রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেন, ইউক্রেন বিষয়ে অবস্থান জানানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে মিটিং চেয়েছি।

পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক অভিহীত করে রাষ্ট্রদূত বলেন, এ বিষয়ে আমাদের পরিষ্কার অবস্থান হচ্ছে ইউক্রেন ভূখণ্ডের অখণ্ডতা ও সার্বভৌমত্বকে সম্মান করতে হবে।

ইউক্রেনের সীমান্তে এক লাখ চল্লিশ হাজার সেনা সমাবেশ করেছে রাশিয়া জানিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইইউ চেষ্টা করছে বিষয়টি সমাধানের জন্য।

তিনি বলেন, আমরা সংঘাত দেখতে চাই না। এর আগে ২০১৪ সালে ক্রিমিয়া নিয়ে সংঘাত হয়েছে। আমরা চাই শান্তি বিরাজ করুক এবং ইউক্রেন ভূখণ্ডের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নিশ্চিত হোক।

ইউক্রেন একটি সার্বভৌম দেশ এবং সেজন্য তারা কাদের সঙ্গে জোট করবে এবং সহযোগিতা করবে, এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাদের আছে বলে তিনি জানান।

তিনি বলেন, এ ধরনের সামরিক চাপ এবং সীমান্তে সৈন্য সমাবেশ ইউরোপের পরিস্থিতি উন্নয়নে সহায়ক নয়। আমরা আশা করি এর সমাধান হবে। আমাদের এই অবস্থান আমরা বাংলাদেশকে জানাতে চাই। আমার ধারণা এই বিষয়ে বৈশ্বিক স্বার্থ জড়িত।

উল্লেখ্য ইউক্রেন সীমান্তে সেনা সমাবেশ করছে রাশিয়া। পাশের দেশ বেলারুশেও রুশ সেনা মোতায়েন করা হয়েছে। এদিকে, পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনকে সহায়তা করতে যুক্তরাষ্ট্র ও এবং ন্যাটো জোট একসঙ্গে কাজ করছে।

এমন যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গেও যোগাযোগ করেছে ওয়াশিংটন ও মস্কো। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র তাদের আনুষ্ঠানিক অবস্থান জানিয়ে ডিমারশে লেটার দিয়েছে বাংলাদেশকে।

অন্যদিকে বুধবার রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ম্যানটিটস্কি পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দেখা করে তার দেশের অবস্থান ব্যাখ্যা করেছেন।