কোথায় গেল স্বাস্থ্যবিধি? (ফটোস্টোরি)

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে কেন্দ্রীয় শহীদ মিনারে স্বাস্থ্যবিধি অনুসরণের নির্দেশনা উপেক্ষিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে এক আন্তঃমন্ত্রণালয় সভায় শহীদ মিনারে স্বাস্থ্যবিধি অনুসরণে বেশ কয়েকটি নির্দেশনা দেওয়া হয়।

লোকারণ্য হয়ে ওঠে শহীদ মিনার। ছবি: নাসিরুল ইসলাম

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী, করোনা পরিস্থিতিতে প্রতিটি সংগঠনের পক্ষ হতে সর্বোচ্চ ৫ জন প্রতিনিধি হিসেবে ও ব্যক্তিপর্যায়ে একসঙ্গে সর্বোচ্চ দুজন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে পারবেন বলে জানানো হয়। শহীদ মিনারের সকল প্রবেশমুখে হাত ধোয়ার জন্য বেসিন ও লিকুইড সাবান রাখার কথাও বলা হয়। মাস্ক ছাড়া কাউকে শহীদ মিনার চত্বরে প্রবেশ করতে দেওয়া হবে না।

কোনও সংগঠনকেই স্বাস্থ্যবিধি অনুসরণের আন্তরিক দেখা যায়নি। ছবি: নাসিরুল ইসলাম

তবে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে এসব নির্দেশনা উপেক্ষিত থাকতে দেখা গেছে।

অনেকের মুখেই ছিল না মাস্ক। ছবি: নাসিরুল ইসলাম

ছবি: নাসিরুল ইসলাম

ভিড় সামলাতে হিমশিম খেতে হয়। ছবিঃ নাসিরুল ইসলাম

কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল। ছবি: নাসিরুল ইসলাম

ছবি: নাসিরুল ইসলাম

ছবি: নাসিরুল ইসলাম

ছবি: নাসিরুল ইসলাম