বঙ্গবন্ধুর দুর্লভ ১২৮ আলোকচিত্র প্রদর্শন (ফটোস্টোরি)

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন চত্বরে ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর দুর্লভ ১২৮টি আলোকচিত্র প্রদর্শন করা হয়েছে। চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর এবং তথ্য অধিদফতর যৌথভাবে এই উন্মুক্ত আলোকচিত্র প্রদর্শনী করে। 

প্রদর্শনীতে তথ্য অধিদফতরের কর্মকর্তারাপ্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মিজানুল হক। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ শুধু বাঙালি জাতির জন্য নয়, এটা পুরো বিশ্ববাসীর জন্য অনুপ্রেরণার একটি দলিল।’

274860187_497245448553530_3593807529529342458_nএ সময় আরও উপস্থিত ছিলেন প্রধান তথ্য অফিসার মো. শাহেনুর মিয়াসহ তথ্য অধিদফতরের বিভিন্ন কর্মকর্তা। তিন দিন ধরে চলবে এ প্রদর্শনী।

প্রদর্শনীতে তথ্য অধিদফতরের কর্মকর্তারা