শনাক্ত ৪৪৬, মৃত্যু ৭

গত ২৪ ঘণ্টায় তার আগের দিনের তুলনায় করোনায় নতুন রোগী ও শনাক্তের হার বেড়েছে। বেড়েছে মৃত্যুও। স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় (৭ মার্চ সকাল ৮টা থেকে ৮ মার্চ সকাল ৮টা) করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ৪৪৬ জন এবং মারা গেছেন ৭ জন। গতকাল (৭ মার্চ) ৪৩৬ জন নতুন রোগী এবং আর চার জনের মৃত্যুর কথা জানিয়েছিল অধিদফতর।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ২৩ শতাংশ, গতকাল ২ দশমিক ১৮ শতাংশ শনাক্তের কথা জানিয়েছিল অধিদফতর। 

২৪ ঘণ্টায় শনাক্ত ৪৪৬ জনকে নিয়ে দেশে করোনায় এখন পর্যন্ত শনাক্ত হলেন ১৯ লাখ ৪৮ হাজার ১৪৮ জন এবং সাত জনকে নিয়ে মোট মারা গেলেন ২৯ হাজার ৯৬ জন।

করোনা থেকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন তিন হাজার ৬২ জন। তাদের নিয়ে মোট ১৮ লাখ ৪৯ হাজার ৯৪৬ জন সুস্থ হয়ে উঠলেন।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২০ হাজার ১৫৪টি এবং পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ৯৬৪টি। দেশে এখন পর্যন্ত করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি ৩৫ লাখ ৬৬ হাজার ৯১৪টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৯০ লাখ ৩৬ হাজার ১৯টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৫ লাখ ৩০ হাজার ৮৯৫টি।

দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্তের হার ১৪ দশমিক ৩৬ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৪ দশমিক ৯৬ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়া সাত জনের মধ্যে পুরুষ পাঁচ জন এবং নারী দুই জন। তাদের নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৫৭৪ জন এবং নারী ১০ হাজার ৫২২ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৭১ থেকে ৮০ বছরের আছেন তিন জন, ৬১ থেকে ৭০ বছরের দুই জন এবং ৩১ থেকে ৪০ ও ৫১ থেকে ৬০ বছরের আছেন একজন করে। 

অধিদফতর জানাচ্ছে, মারা যাওয়া সাত জনের মধ্যে ঢাকা বিভাগেরই আছেন ছয় জন। আর বাকি একজন সিলেট বিভাগের।

৭ জনের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয় জনের এবং একজনের মৃত্যু হয়েছে বেসরকারি হাসপাতালে।