‘পহেলা বৈশাখের অনুষ্ঠানটি সীমিত আকারে করুন’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যেহেতু কোভিড এখনও শতভাগ যায়নি, আমাদের প্রধানমন্ত্রী কিন্তু এখনও বাসা থেকেই সব কাজ করেন। কাজেই সবাইকে বলবো, কোভিডের বিষয়টি মাথায় রেখেই তারা যেন সবাই পহেলা বৈশাখের অনুষ্ঠানটিকে সীমিত আকারে করেন।

বুধবার (১৩ এপ্রিল) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

ফেসবুকে গুজবের বিষয়ে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে—জানতে চাইলে আসাদুজ্জামান খান বলেন, ‘আমাদের বিটিআরসি ফেসবুকের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছেন। আমরা কালকেও তাদের সঙ্গে এ নিয়ে আলাপ আলোচনা করেছি। তারা বলেছেন, ফেসবুকের সিঙ্গাপুরের প্রতিনিধিরা আমাদের এখান থেকে এসে ঘুরে গিয়েছেন। একটা সুপারিশ যেটা আমরা করেছি, তারা সেটার বাস্তবায়ন করবেন বলে আমাদের বলেছেন—এটুকু আমি ফেসবুক সম্বন্ধে বলতে পারি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনাদের মাধ্যমে আমি বলতে চাই, যারা ফেসবুকে এসব প্রচার করেন তাদের বিরুদ্ধে কিন্তু আমরা ব্যবস্থা নিই। কেউ যদি সংক্ষুব্ধ হয়ে বিচার চায় তাহলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা অবশ্যই নেবো। মানুষ এখন ধীরে ধীরে টের পাচ্ছে এসব গুজব ইচ্ছাকৃত ছড়িয়ে দিচ্ছে। এ কারণে ফেসবুক কিন্তু এখন বিশ্বাসও করে না। মানুষ বিশ্বাসের আগে যুক্তিটা জানতে চায়। তথ্যটা জানতে চায়।’