জাতীয় নির্বাচন নিয়ে ঢাকা-অসলো আলোচনা

বাংলাদেশের জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী আনাকিন হুইটফেল্ডের সঙ্গে আলোচনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। রবিবার (২৫ এপ্রিল) ঢাকায় সফররত নরওয়ের মন্ত্রীর সঙ্গে ব্যবসা-বাণিজ্য ও সুনীল অর্থনৈতিক খাতে সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাহাজ ভাঙা শিল্প নিয়ে আগ্রহ প্রকাশ করে নরওয়ের মন্ত্রী জানতে চান, হংকং কনভেনশনে বাংলাদেশ অনুস্বাক্ষর করবে কিনা।

উল্লেখ্য, হংকং কনভেনশন গৃহীত হয় ২০০৯ সালে এবং এর লক্ষ্য হচ্ছে জাহাজ ভাঙার সময় মানুষ বা পরিবেশ যেন ক্ষতির শিকার না হয়।