২৪ ঘণ্টায় শনাক্ত ১৯ জন

দুই বছর আগে মহামারির শুরুর সময়ের চিত্র দেখা গেলো গত ২৪ ঘণ্টায়। গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ১৯ জন। এর আগে ২০২০ সালের ৫ এপ্রিলে ১৮ জন শনাক্ত হওয়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। 

সেইসঙ্গে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে টানা ষষ্ঠ দিনের মতো করোনায় মৃত্যুহীন দেশ। 

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ১৯ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত শনাক্ত হলেন ১৯ লাখ ৫২ হাজার ৬০২ জন। আর মোট মারা গেলেন ২৯ হাজার ১২৭ জন।

করোনা থেকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩৬৪ জন। তাদের নিয়ে দেশে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন ১৮ লাখ ৯৪ হাজার ১২৩ জন। 

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে পাঁচ হাজার ২০টি আর নমুনা পরীক্ষা করা হয়েছে পাঁচ হাজার ২৬টি। দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি ৩৯ লাখ ৭৩ হাজার ২২১টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৯২ লাখ ৪৬ হাজার ৬৪টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৪৭ লাখ ২৭ হাজার ১৫৭টি।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৩৮ শতাংশ এবং এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৯৭ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক শূন্য এক শতাংশ এবং মৃত্যৃহার এক দশমিক ৪৯ শতাংশ।