মানবাধিকার কাউন্সিল নির্বাচনে বুলগেরিয়ার সমর্থন চেয়েছে ঢাকা

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল ২০২৩-২৫ নির্বাচনে অংশগ্রহণ করবে বাংলাদেশ। এর জন্য বুলগেরিয়ার সমর্থন চেয়েছে ঢাকা।

বুধবার (১১ মে) বিকালে মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও বুলগেরিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ইলিওনোরা দিমিত্রোভার সঙ্গে আলোচনার সময় এই সমর্থন চায় বাংলাদেশ।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই দেশের মধ্যে নিয়মিত ব্যবসায়িক প্রতিনিধিদলের সফরের ওপর জোর দেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বুলগেরিয়ান ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করার জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ করেন।

রাষ্ট্রদূত বুলগেরিয়া থেকে সূর্যমুখী তেল ও ভুট্টাসহ অন্যান্য পণ্য আমদানির বিষয়টি বিবেচনার অনুরোধ করেন।