আরও জনপ্রিয় হয়ে উঠবে বাংলা ট্রিবিউন: তথ্যমন্ত্রী 

অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এর প্রকাশক, সম্পাদক, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।  পোর্টালটির পাঠকদেরও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন তিনি। 

শুভেচ্ছা বার্তায় তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলা ট্রিবিউন তার আট বছরের অভিজ্ঞতাকে পুঁজি করে আগামী দিনের পথচলায় দেশমাতৃকার উন্নয়নে উত্তরোত্তর অগ্রণী ভূমিকা রাখবে। আরও জনপ্রিয় হয়ে উঠবে বলে আমি বিশ্বাস করি। আমি বাংলা ট্রিবিউনের অগ্রগতি ও সার্বিক সফলতা কামনা করি।’

হাছান মাহমুদ বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৩০ লাখ শহীদ ও দুই লাখ নারীর পরম আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আর স্বল্পোন্নত থেকে দেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করার কাণ্ডারি বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের নেতৃত্বে দেশের অর্থনৈতিক ও সামাজিক খাতে অভূতপূর্ব উন্নয়নের পাশাপাশি গণমাধ্যমেরও যুগান্তকারী বিকাশ সাধিত হয়েছে। বঙ্গবন্ধুকন্যার স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ গড়ার পথ ধরেই দেশে অনলাইন সংবাদ পোর্টালের সূত্রপাত।’