প্রধানমন্ত্রীর দিল্লি সফরের তারিখ নির্ধারণ নিয়ে কাজ হচ্ছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের তারিখ নির্ধারণ নিয়ে কাজ করছে দুই দেশ। মঙ্গলবার (১৭ মে) দুপুরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠকের পরে ভারতের রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী একথা জানান।

গত এপ্রিলে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কার ঢাকা সফরের সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানান।

জুলাইয়ে ওই সফর হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কোনও স্পেকুলেট করতে চাই না। আশা করি, এটি আমরা দ্রুত ঠিক করে ফেলতে পারবো।’

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে জয়েন্ট কনসালটেটিভ কমিশনের বৈঠক ৩০ মে হবে জানিয়ে তিনি বলেন, ‘ওই বৈঠকে বাণিজ্য ও কানেক্টিভিটি, কনস্যুলার বিষয়াদি, রাজনৈতিক সহযোগিতা, নিরাপত্তা সহযোগিতা, উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা হবে।’

দুই দেশের মধ্যে সবধরনের সহযোগিতা পর্যালোচনা করা হবে এবং ভবিষ্যৎ কর্মপন্থাও ঠিক করবে স্ব-স্ব মন্ত্রণালয়।

এ মাসের শেষ সপ্তাহে আসামে অনুষ্ঠিতব্য নদী কনফারেন্সে দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে অনানুষ্ঠানিক বৈঠকের সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘২৮ মে আসামে দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠক হবে।’