বীরাঙ্গনা ছাড়া মুক্তিযোদ্ধা আবেদন বন্ধ

নারী মুক্তিযোদ্ধা (বীরাঙ্গনা) ছাড়া অন্য ক্যাটাগরির মুক্তিযোদ্ধাকে গেজেটভুক্ত করার কোনও আবেদন সরকার আর নেবে না।

গত বুধবার (১৮ মে) এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেছিল জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)। আজ রবিবার (২২ মে) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

জামুকার মহাপরিচালক জহুরুল ইসলাম রোহেলের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৭৯তম সভার সিদ্ধান্ত অনুযায়ী শুধু নারী বীর মুক্তিযোদ্ধা (বীরাঙ্গনা) ছাড়া অন্য কোনও ক্যাটাগরির মুক্তিযোদ্ধার গেজেটভুক্তির নতুন আবেদন করার সুযোগ নেই।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, তবে যেসব আবেদন এরইমধ্যে গৃহীত হয়েছে এবং যাচাই-বাছাই বা আপিল পর্যায়ে রয়েছে, সেগুলো নিষ্পন্ন করার কাজ চলমান থাকবে।