প্রতিবেশী দেশগুলোতে গম রফতানি অব্যাহত রাখবে ভারত

প্রতিবেশী এবং গুরুতর প্রয়োজন রয়েছে এমন দেশগুলোতে গম রফতানির অনুমতি অব্যাহত রাখবে বলে জানিয়েছেন ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল।

সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বক্তৃতায় তিনি বলেন, ‘ভারতের গম রফতানি বিশ্ব বাণিজ্যের ১ শতাংশের কম এবং আমাদের রফতানি নিয়ন্ত্রণ বিশ্ববাজারকে প্রভাবিত করবে না।’

বুধবার (২৫ মে) ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিবৃতি অনুসারে, মন্ত্রী বলেছেন— ভারত গুরুতর প্রয়োজন রয়েছে এমন বন্ধুত্বপূর্ণ ও ক্রেডিট লেটার রয়েছে এমন দেশগুলোতে গম রফতানির অনুমতি অব্যাহত রাখবে।

গোয়েল বলেন, এ বছর গম উৎপাদন ৭-৮ শতাংশ বৃদ্ধির প্রত্যাশা ছিল। কিন্তু তীব্র তাপ প্রবাহের কারণে ফসল আগাম কাটতে হয়। উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, ‘এ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, আমরা যা উৎপাদন করছি তা অভ্যন্তরীণ ব্যবহারের জন্য যথেষ্ট।’

মন্ত্রী বলেন, আন্তর্জাতিক গমের বাজারে ভারত কখনই নিয়ন্ত্রক ছিল না এবং মাত্র দুই বছর আগে গম রফতানি শুরু করে।

তিনি বলেন, ‘গত বছর ৭ এলএমটি গম রফতানি করা হয় এবং রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরুর পর গত দুই মাসে বেশিরভাগ গম রফতানি করা হয়েছে।’

খবর: বাসস