আর্থিক খাতে কোনও দুর্বৃত্তায়ন নেই: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, সারা বিশ্বের সংকটের মধ্যে বাংলাদেশের অর্থনীতি অন্যদের তুলনায় ভালো গতিতে এগিয়েছে।

বুধবার (১ জুন) দুপুরে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘অন্যদের সঙ্গে তুলনা করলেই বুঝতে পারবেন আমরা ভালো আছি। কেউ যদি ভালো সময়ের সঙ্গে এই সময় মেলানোর চেষ্টা করে, তাহলে মেলানো যাবে না। এটা যদি একই রকম না হয়, তাহলে কার সঙ্গে কার তুলনা করবেন?’

আসন্ন বাজেট নিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘বাজেট নিয়ে আমরা কোনও চাপ বোধ করছি না। আমরা বরং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে চাপ বোধ করছি। আমরা চাই যুদ্ধটি শেষ হোক।’ দেশের আর্থিক খাতে কোনও দুর্বৃত্তায়ন নেই বলেও দাবি করেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, ‘আমি অন্য যে কারও প্রতি সম্মান ও বিশ্বাস রেখে বলতে পারি, সারা বিশ্বে সংকটের মাঝে বাংলাদেশের অর্থনীতি যেভাবে এগিয়ে নিয়েছি, আমার মনে হয় দিস ইজ বেস্ট অ্যাডমিনিস্ট্রেশন।’

রেমিট্যান্স প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘গণমাধ্যমে দেখেছি রেমিট্যান্স বেশি আসছে। আমাদের এক্সপোর্ট বেড়ে গেছে। কোনও না কোনও চ্যালেঞ্জিং টাইম থাকবেই। এগুলো একদিকে যেমন কঠোর, আরেক দিক থেকে এগুলো সুযোগ সৃষ্টি করে। এই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে।’

বাজেটে সরকারি বা প্রকল্পের খরচ কমানোর নির্দেশনা প্রসঙ্গে তিনি বলেন, ‘বাজেটে যেগুলো যুক্ত করা দরকার, সেগুলো যুক্ত করবো। সরকারি সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করে যাচ্ছি।’