চালের অভাব নেই, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশে চালের অভাব নেই, যা প্রয়োজন সে পরিমাণ চাল বাজারে আছে। চালের বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে। এটা যারা করছে তাদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে।

বৃহস্পতিবার (২ জুন) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন। আগামী ৪ জুন পালিত হবে জাতীয় চা দিবস। এ উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, অনেকগুলো বড় ব্যবসায়িক গ্রুপ খোলা চালকে প্যাকেট করে বিক্রি করে। এজন্য চালের দাম বেড়ে গেছে। আইন করে এদের এসব কাজ বন্ধ করা যায় কিনা তা নিয়ে চিন্তা করা হচ্ছে।

মানুষ কিনছে বলেই করপোরেট ওই কোম্পানিগুলো প্যাকেট করে চাল বিক্রি করছে। মানুষের ক্রয়ক্ষমতা আগের চেয়ে বেড়েছে। এটাকে জোর বন্ধ করার উপায় নেই বলেও জানান বাণিজ্যমন্ত্রী।

তবে চালের দাম কমাতে প্যাকেটজাত চাল বাজারজাতকরণ বন্ধে যদি বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে খাদ্য মন্ত্রণালয় সহায়তা চায় সেটা করা হবে।
 
তিনি আরও বলেন, যতদিন পর্যন্ত পরিস্থিতির উন্নতি না হয় ততদিন পর্যন্তই স্বল্প দামে ১ কোটি মানুষকে পণ্য দেওয়া হবে। আগামী ১৫ জুন থেকে এক কোটি মানুষকে কম দামে পণ্য দেওয়া শুরু হবে। আগের মত ছয়টি পণ্যই দেওয়া হবে। 
 
এসময় বাজারে ভোজ্যতেলের দাম প্রসঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, তেলের দাম আর বাড়বে না, কমের দিকে যাবে।

 

আরও পড়ুন: দেশের বাজারে প্যাকেটজাত চাল বিক্রি করা যাবে না: খাদ্যমন্ত্রী