রোহিঙ্গাদের প্রত্যাবাসনে গুরুত্ব দিচ্ছে চীন

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ওপর গুরুত্ব দিচ্ছে চীন। তাদের ফেরত যাওয়ার প্রক্রিয়া দ্রুত শুরুর জন্য একসঙ্গে কাজ করার কথাও জানিয়েছে দেশটি।

গত ২ থেকে ৪ জুন চীনের রাষ্ট্রদূত লি জিমিং ভাসানচর সফর করেন। সফর উপলক্ষে সোমবার দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রদূত। একইসঙ্গে রোহিঙ্গাদের অবস্থার উন্নতির জন্য কাজ করবে চীন।

রাষ্ট্রদূত ভাসানচরে চিকিৎসা, শিক্ষাসহ অন্যান্য ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং বাংলাদেশ ও জাতিসংঘের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।