চাপহীন অর্থমন্ত্রী

পাচার করা টাকা দেশে ফিরিয়ে আনার বিষয়ে কোনও প্রকার চাপ অনুভব করছেন না অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। তিনি বলেন, ‘পাচার করা টাকা দেশে ফিরিয়ে আনার বিষয়ে আমি কোনোভাবে চাপে নেই।’

বুধবার (১৫ জুন) সরকারি অর্থনৈতিক ও ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়ালি বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

কালো টাকা ফেরত আনা নিয়ে বিভিন্ন মহলের সমালোচনার জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘বাস্তবতার সঙ্গে মিল রেখে আমরা  কোনও আলাপ-আলোচনা করলে সেটি বস্তুনিষ্ঠ হয়।’

তিনি জানান, আমি যা বলেছি তা আমি করবো। আমি অর্ধেক রাস্তা থেকে ফিরে আসি না। আমি যখন রেমিট্যান্সের ওপর প্রণোদনা দিয়েছি, তখন অনেক সমালোচনা ছিল। বলা হয়েছিল— টাকা আসবে না, কিছু হবে না, টাকা পাচার হবে। কিন্তু এসেছে, শুধু আসেনি ঐতিহাসিক রেকর্ডও হয়েছে।’

মন্ত্রী বলেন, ‘যখন বিদেশে পাচার হওয়া কালো টাকা দেশে ফিরিয়ে আনার চেষ্টা করি, তখন বলা হচ্ছে— সরকার নাকি কালো টাকাকে সাদা করার প্রশ্রয় দিচ্ছে। আমি বারবার বলি অপ্রদর্শিত টাকা। এখানে লাজ-লজ্জার কিছু নেই। সরকার এজন্য দায়ী। আমিও এক সময় দায়িত্বে ছিলাম। ঢাকা শহরে জমির দাম বাড়ানো যায় কিনা, সেটা নিয়ে চিন্তা করলেও শেষ পর্যন্ত দাম বাড়াতে পারিনি। যে দাম ছিল সে দামই আছে।’