‘ভূগর্ভস্থ ও উপরিভাগের পানির ভারসাম্য রক্ষা কৃষির জন্য বড় চ্যালেঞ্জ’

ভূগর্ভস্থ এবং উপরিভাগের পানির মধ্যে ভারসাম্য রক্ষা করা বাংলাদেশের কৃষির জন্য একটি বড় চ্যালেঞ্জ।

বৃহস্পতিবার (১৬ জুন) নেদারল্যান্ডসে পানি নিয়ে এক সেমিনারে বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ একথা বলেন। অনুষ্ঠানে ডাচ পানিসম্পদ মন্ত্রী মার্ক হার্বার এবং পানি ও জলবায়ুপরিবর্তন বিশেষজ্ঞদের অনেকে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত বলেন, মৌসুমি বৃষ্টির ওপর বাংলাদেশের কৃষি অনেকাংশে নির্ভর করে। বাকি সময়টা ভূগর্ভস্থ পানির ওপর নির্ভর করতে হয় এবং এরফলে সেচ খরচ বৃদ্ধি পাচ্ছে।

নগরায়নের ফলে পানির উৎস এবং ব্যবহার উভয়ই চ্যালেঞ্জের কারণ জানিয়ে তিনি বলেন, বর্তমানে ৪০ শতাংশের মতো নাগরিক শহরে বাস করে। কিন্তু ২০৪০ নাগাদ দেশের দুই-তৃতীয়াংশ লোক শহরে বাস করবে।

প্রতি বছর প্রায় ১০০ কোটি টন পলিমাটি বাংলাদেশের নদীগুলোতে জমতে থাকে এবং এই বিপুল পরিমাণ মাটির কারণে নদীগুলো নাব্যতা হ্রাস পাচ্ছে এবং এ কারণে নদী-কেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থার ক্ষতি হচ্ছে বলে তিনি জানান। 

তিনি বলেন, পানি নিয়ে বাংলাদেশের অনেক চ্যালেঞ্জ রয়েছে এবং সেগুলো উত্তরণের জন্য প্রযুক্তি এবং উদ্ভাবন প্রয়োজন হবে। একই সঙ্গে ব্যক্তি ভোক্তা অথবা উদ্যোক্তা সবাইকে বুঝতে হবে পানি এমন একটি দামি সম্পদ যার অনেক বেশি গুরুত্ব আছে।