মিডিয়ার সঙ্গে কথা বলা মানা

অনুমতি ছাড়া এনবিআর কর্মকর্তা-কর্মচারীরা গণমাধ্যমে কথা বলতে পারবেন না। এছাড়া অনুমতি না নিয়ে টকশোতে অংশ নেওয়া, নিবন্ধ লেখা কিংবা গণমাধ্যমে মতামতও প্রকাশ করতে পারবেন না।

মঙ্গলবার (২১ জুন) জাতীয় রাজস্ব বোর্ড থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি হয়েছে। আদেশে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ করা যাচ্ছে, জাতীয় রাজস্ব বোর্ডের কিছু কর্মকর্তা কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া বিভিন্ন বিষয়ে বেতার, টেলিভিশন, সংবাদ, টকশো, আলোচনা অনুষ্ঠান, পত্রিকা ও অনলাইন মাধ্যমে নিজস্ব বক্তব্য প্রকাশ করছেন। সরকারের নীতিনির্ধারণী অনেক বিষয়েও বক্তব্য দিচ্ছেন, যা সরকারি কর্মচারী আচরণ বিধিমালা ১৯৭৯-এর পরিপন্থী।