ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু পহেলা জুলাই

পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আগামী ১  জুলাই থেকে যাত্রীদের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে বাংলাদেশ রেলওয়ে। বুধবার (২২ জুন) রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন রেল ভবনে এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন।

মন্ত্রী জানান, আগামী ১, ২, ৩, ৪ ও ৫ জুলাই বিক্রি হবে যথাক্রমে ৫, ৬, ৭, ৮ ও ৯ জুলাইয়ে টিকিট। ফিরতি টিকেট বিক্রি শুরু হবে ৭ জুলাই। ৭, ৮, ৯ এবং ১১ জুলাই  বিক্রি হবে যথাক্রমে ১১, ১২,  ১৩,  ১৪ ও ১৫  জুলাইয়ের ফিরতি ট্রেনের  টিকেট।

রেলমন্ত্রী বলেন, এবারের  ঈদযাত্রা সহজ করতে আমরা ছয় জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করবে। এছাড়াও কমলাপুর স্টেশনে ভিড় কমাতে সাতটি স্টেশন রেলের টিকিট বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।

ঢাকা (কমলাপুর) স্টেশনে বিক্রি হবে সমগ্র উত্তরাঞ্চলগামী আন্তঃনগর ও পঞ্চগড় ঈদ স্পেশাল ট্রেনের টিকিট, ঢাকা (কমলাপুর) শহরতলী প্লাটফরম থেকে বিক্রি হবে রাজশাহী ও খুলনাগামী সকল আন্তঃনগর ট্রেন।

ঢাকা বিমানবন্দর স্টেশনে বিক্রি হবে চট্টগ্রাম ও নোয়াখালীগামী সকল আন্তঃনগর ট্রেন। তেজগাঁও স্টেশনে বিক্রি হবে ময়মনসিংহ, জামালপুর, দেওয়ানগঞ্জগামী সকল আন্তঃনগর।

ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে বিক্রি হবে মোহনগঞ্জগামী মোহনগঞ্জ ও হাওড় এক্সপ্রেস ট্রেন। ফুলবাড়িয়া (পুরাতন রেলওয়ে স্টেশন) স্টেশনে বিক্রি হবে সিলেট ও কিশোরগঞ্জগামী সকল অন্তনগর ট্রেনের টিকিট। জয়দেবপুর স্টেশন থেকে বিক্রি  হবে পঞ্চগড়গামী ঈদ স্পেশাল ট্রেন।