পদ্মা সেতু পারাপারে দায়িত্বশীল হওয়ার আহ্বান

পদ্মা সেতু পারাপারে যাত্রী সাধারণের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার (২৭ জুন) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু অবকাঠামো একটি অতি গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনা এবং দেশের এক বড় সম্পদ। এর নিরাপত্তা ও স্থায়িত্ব রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।

বিবৃতিতে তিনি সেতু পারাপারে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ যে সব নির্দেশনা জারি করেছে, তা যথাযথভাবে পালনের আহ্বান জানান।

গত ২৫ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর উদ্বোধন করেন। ওই দিন জনসাধারণের জন্য সেতু উন্মুক্ত থাকে। পরদিন ভোর ৬টা থেকে যান চলাচলের জন্য সেতু খুলে দেওয়া হয়। যান চলাচল থামিয়ে সেতুর ওপর দাঁড়ানো বা ছবি তোলা নিষেধ থাকলেও তা উপেক্ষা করে জনসাধারণ সেতুতে ভিড় করে। কেউ কেউ সেতুর ওপর গাড়ি থামিয়ে ছবি ও সেলফি তোলে, নামাজ আদায় করে। বিশৃঙ্খলার কারণে এ দিন রাতেই সেতুর ওপর মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ প্রাণ হারান। এ ঘটনার পরিপ্রেক্ষিতে রবিবার সকাল থেকে পদ্মা সেতুর ওপর মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দেয় সেতু বিভাগ।