পদ্মা সেতুর ভূ-রাজনৈতিক গুরুত্ব অনেক: পররাষ্ট্র সচিব

পদ্মা সেতু বাংলাদেশকে উপ-আঞ্চলিক যোগাযোগের মূল কেন্দ্রে পরিণত করতে ভূমিকা রাখবে। সেদিক থেকে পদ্মা সেতুর ভূ-রাজনৈতিক গুরুত্ব অপরিসীম। এমনটা জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

মঙ্গলবার (২৮ জুন) বিকালে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে পদ্মা সেতুর ওপর এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘বৈশ্বিক ও আঞ্চলিক ভূ-রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদারিত্বের প্রতিফলন নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়ন। এই সেতু আঞ্চলিক ভূ-রাজনীতিতে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় ও সুসংহত করবে।’

তিনি আরও বলেন, বিবিধ বৈশ্বিক অভিঘাতে মুদ্রাস্ফীতির যে চাপ এই মুহূর্তে আমরা অনুভব করছি, সেটি কমিয়ে আনার ক্ষেত্রেও পদ্মা সেতু ব্যাপক ভূমিকা রাখবে বলে আশা করা যায়।