ঢাকার বাইরের দিকে কাঁচাবাজার চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকার কেন্দ্র থেকে সরিয়ে বাইরের দিকে কাওরান বাজারের মতো বড় পরিসরের আরও চারটি কাঁচাবাজার করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

রবিবার (৩ জুলাই) মন্ত্রিসভার বৈঠকের পর বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি (এপিএ) অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন বলে সাংবাদিকদের জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

খন্দকার আনোয়ারুল বলেন, যেহেতু পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিমের সঙ্গে আমাদের একটা যোগাযোগ হয়ে যাচ্ছে, প্রচুর পরিমাণে পণ্য এখন ঢাকা শহরে আসা শুরু করবে বা চট্টগ্রামের দিকে যাবে। সেই ক্ষেত্রে ঢাকা শহরে যে কাঁচামালগুলো আসবে, আমাদের যেহেতু একটাই মার্কেট- কাওরান বাজার, এটা নিয়ে উনি আগেই নির্দেশনা দিয়েছিলেন, সেটা খুব দ্রুত বাস্তবায়ন করতে বলেছেন। যেন ঢাকা শহরে সব কাঁচামাল না ঢোকে।

প্রয়োজন হলে কেরানীগঞ্জের ওদিকে, সায়েদাবাদের ওইখানে, আমিনবাজারের ওইখানে আর এদিকে মহাখালী থেকে আর একটু উপরের দিকে কোথাও যদি কাঁচাবাজারগুলো স্থানান্তর করি এবং সেখান থেকে যদি ডিস্ট্রিবিউট করি তাহলে আমাদের শহরের কেন্দ্রটি ট্রাফিক জ্যাম এবং নোংরা হওয়া থেকে রেহাই পাবে। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, আমরা নোট করেছি। আমরা তাড়াতাড়ি এটা বাস্তবায়ন করবো।

তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রয়োজনে কাঁচপুরেও বাজার বসাতে বলেছেন। প্রয়োজনে কেরানীগঞ্জে এবং আমিনবাজারে এই বাজার হতে পারে। এগুলো নিয়ে এরইমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগ এগুলো নিয়ে কাজ করছে।