কম গুরুত্বপূর্ণ জিনিস এখনই না কেনার নির্দেশনা প্রধানমন্ত্রীর

বৈশ্বিক সংকটের কারণে সরকারি খরচ আবারও কমানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে কম গুরুত্বপূর্ণ জিনিস এখনই না কেনারও নির্দেশনা দিয়েছেন তিনি।

সোমবার (২৫ জুলাই) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে তিনি এমন নির্দেশনা দেন। বৈঠকে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন।

সভা শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, সরকারি প্রকল্পগুলো তিনটি ক্যাটাগরি করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এরমধ্যে ‘এ’ ক্যাটাগরি প্রকল্প শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। আর ‘বি’ ক্যাটাগরির প্রকল্পের ৭৫ শতাংশ শেষ করতে হবে এবং ‘সি’ ক্যাটাগরির প্রকল্পগুলো বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, সেই সঙ্গে সরকারি টাকায় যেসব বিদেশ ট্যুর হয় সেগুলো বন্ধ রাখারও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। উৎপাদন বাড়ানোরও নির্দেশনা দিয়েছেন তিনি।

গাড়ি ব্যবহারের ক্ষেত্রে প্রধানমন্ত্রী মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।