চীনের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরে আগ্রহ

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আগামী মাসে ঢাকা সফর করতে আগ্রহী। দেশটির পক্ষ থেকে আগস্টের ৫-৬ তারিখ প্রস্তাব করা হলেও বাংলাদেশের পক্ষ থেকে এটি একদিন পিছিয়ে দেওয়ার অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে রবিবার (২৪ জুলাই) পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে দেখাও করেছেন চীনের রাষ্ট্রদূত লি জিমিং।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, চীনের পররাষ্ট্রমন্ত্রী আসিয়ানের পাঁচটি দেশ সফর শেষে ঢাকা আসতে আগ্রহী। কিন্তু ওই সময়ে পররাষ্ট্রমন্ত্রী আসিয়ান রিজিওনাল ফোরামের বৈঠকে যোগ দেওয়ার জন্য কম্বোডিয়ার রাজধানী নমপেনে থাকবেন।

তিনি বলেন, আমরা সফরটি একদিন পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছি। যদি এটি সম্ভব হয় তবে আমরা চীনের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত।

চলমান বৈশ্বিক সংকট তথা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলোর ইন্দো-প্যাসিফিক ভিশন নিয়ে উদ্বিগ্ন চীন। এ সময় বন্ধু রাষ্ট্রগুলোকে পাশে চায় দেশটি।

এ বিষয়ে আরেকজন কর্মকর্তা বলেন, চীনের পররাষ্ট্রমন্ত্রীর সফরে বৈশ্বিক সংকট এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনার সুযোগ আছে।

উল্লেখ্য, চীনের পররাষ্ট্রমন্ত্রী ২০১৭ সালের নভেম্বরে শেষবারের মতো ঢাকা সফর করেছেন।