জনসংখ্যা বৃদ্ধির হার ঢাকায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন বরিশালে। বুধবার (২৭ জুলাই) জনশুমারি ও গৃহগণনা- ২০২২ এর প্রাথমিক তথ্যে একথা জানানো হয়। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ তথ্য উপস্থাপন করেন ‘জনশুমারি ও গৃহগণনা-২০২১’ প্রকল্প পরিচালক দিলদার হোসেন।
প্রাথমিক তথ্যে বলা হয়, সর্বোচ্চ জনসংখ্যা ঢাকা উত্তর সিটি করপোরেশনে, ৫৯ লাখ ৭৯ হাজার ৫৩৭ জন। সর্বনিম্ন বরিশাল সিটি করপোরেশনে ৪ লাখ ১৯ হাজার ৩৫১ জন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সর্বাধিক ঘনবসতিপূর্ণ (প্রতি বর্গ কিলোমিটারে ৩৯ হাজার ৩৫৩ জন) এবং রংপুর সিটি করপোরেশন সর্বনিম্ন ঘনবসতিপূর্ণ (প্রতি বর্গ কিলোমিটারে ৩ হাজার ৪৪৪ জন)।
প্রতিবেদনে বলা হয়, জনসংখ্যা পরিবর্তনে তারতম্য দেখা গেলেও শতকরা হারে জনসংখ্যার বৃদ্ধি আগের শুমারি বছরের তুলনায় ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। ১৯৮১, ১৯৯১, ২০০১, ২০১১ ও ২০২২ সালে জনসংখ্যার গড় বার্ষিক বৃদ্ধির হার ছিল যথাক্রমে ২.৮৪ শতাংশ, ২.০১ শতাংশ, ১.৫৮ শতাংশ, ১.৮৬ শতাংশ ও ১.২২ শতাংশ।
বিভাগভিত্তিক জনসংখ্যার বৃদ্ধির হার দেখা যায়, ২০২২ সালে জনসংখ্যা বৃদ্ধির হার ঢাকা বিভাগে সর্বোচ্চ (১.৭৪ শতাংশ) এবং বরিশাল বিভাগে সর্বনিম্ন (০.৭৯ শতাংশ)।
আরও পড়ুন...
দেশে সাক্ষরতার হার বেড়েছে ২২.৮৯ শতাংশ