জনসংখ্যা বৃদ্ধির হার ঢাকায় বেশি, বরিশালে কম 

জনসংখ্যা বৃদ্ধির হার ঢাকায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন বরিশালে। বুধবার (২৭ জুলাই) জনশুমারি ও গৃহগণনা- ২০২২ এর প্রাথমিক তথ্যে একথা জানানো হয়। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ তথ্য উপস্থাপন করেন ‘জনশুমারি ও গৃহগণনা-২০২১’ প্রকল্প পরিচালক দিলদার হোসেন।

প্রাথমিক তথ্যে বলা হয়, সর্বোচ্চ জনসংখ্যা ঢাকা উত্তর সিটি করপোরেশনে, ৫৯ লাখ ৭৯ হাজার ৫৩৭ জন। সর্বনিম্ন বরিশাল সিটি করপোরেশনে ৪ লাখ ১৯ হাজার ৩৫১ জন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সর্বাধিক ঘনবসতিপূর্ণ (প্রতি বর্গ কিলোমিটারে ৩৯ হাজার ৩৫৩ জন) এবং রংপুর সিটি করপোরেশন সর্বনিম্ন ঘনবসতিপূর্ণ (প্রতি বর্গ কিলোমিটারে ৩ হাজার ৪৪৪ জন)।

প্রতিবেদনে বলা হয়, জনসংখ্যা পরিবর্তনে তারতম্য দেখা গেলেও শতকরা হারে জনসংখ্যার বৃদ্ধি আগের শুমারি বছরের তুলনায় ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। ১৯৮১, ১৯৯১, ২০০১, ২০১১ ও ২০২২ সালে জনসংখ্যার গড় বার্ষিক বৃদ্ধির হার ছিল যথাক্রমে ২.৮৪ শতাংশ, ২.০১ শতাংশ, ১.৫৮ শতাংশ, ১.৮৬ শতাংশ ও ১.২২ শতাংশ।

বিভাগভিত্তিক জনসংখ্যার বৃদ্ধির হার দেখা যায়, ২০২২ সালে জনসংখ্যা বৃদ্ধির হার ঢাকা বিভাগে সর্বোচ্চ (১.৭৪ শতাংশ) এবং বরিশাল বিভাগে সর্বনিম্ন (০.৭৯ শতাংশ)।

আরও পড়ুন...
দেশে সাক্ষরতার হার বেড়েছে ২২.৮৯ শতাংশ

দেশের ৫৫.৮৯ শতাংশ মানুষ মোবাইল ফোন ব্যবহার করে

দেশের জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ