জিডিআই-জিএসআই নিয়ে চীনের অবস্থান জানালেন ওয়াং ই

চীনের দুই উদ্যোগ গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (জিডিআই) ও গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ (জিএসআই) নিয়ে দেশটির অবস্থান বাংলাদেশকে ব্যাখ্যা করেছে ওই দেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। রবিবার (৭ আগস্ট) সকালে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে তিনি তাদের অবস্থান জানান।

দীর্ঘ দেড় ঘণ্টাব্যাপী বৈঠকের মধ্যে এক ঘণ্টা দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে এবং বাকি সময় চারটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

বৈঠকের পরে জিডিআই ও জিএসআই নিয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘জিডিআই ও জিএসআই নিয়ে তারা বিস্তারিতভাবে আমাদের জানিয়েছেন। এটি আমাদের আলোচনার বিষয় নয়, কারণ আমাদের অগ্রাধিকারে অন্য আরও অনেক বিষয় ছিল। তবে তারা তাদের অবস্থান আমাদের জানিয়েছেন। বাংলাদেশের ওয়ান-চায়না পলিসি নেওয়ার জন্য আমাদের তারা ধন্যবাদ জানিয়েছেন।’

তাইওয়ান ইস্যু নিয়ে প্রতিমন্ত্রী জানান, ‘তাইওয়ানকে কেন্দ্র করে চীনের একটি নিজস্ব অবস্থান আছে। ওয়ান চায়না পলিসি এবং তাইওয়ান চীনের একটি অবিচ্ছেদ্য অংশে এ বিষয়গুলো রয়েছে। সেক্ষেত্রে আন্তর্জাতিক বিধান মেনে চলা উচিৎ, এই ব্যাখ্যা তিনি (পররাষ্ট্রমন্ত্রী) করেছেন। ওয়াং ই বৈঠকে জানিয়েছেন যে, কিছু রাষ্ট্র আছে যারা তাদের ভুল বোঝে বা ভুল ব্যাখ্যা করে।‘ বৈঠকে এ বিষয়ে কথা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

ইন্দো-প্যাসিফিক ইকোনোমিক ফ্রেমওয়ার্ক নিয়ে বাংলাদেশের অবস্থান চীন জানতে চায়নি বলেও জানান প্রতিমন্ত্রী।