বঙ্গবন্ধুর পরিবারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ চীন

বাংলাদেশের মানুষ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের প্রতি চীন প্রতিশ্রুতিবদ্ধ। রবিবার (৭ আগস্ট) সকালে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে এ কথা জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

দেড় ঘণ্টাব্যাপী বৈঠকের মধ্যে একঘণ্টা দুই পক্ষের আলোচনা হয়েছে এবং বাকি সময় চারটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

বৈঠকের পরে সাংবাদিকদের প্রতিমন্ত্রী বলেন, ‘শনিবার চীনের পররাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে গিয়েছিলেন। এটিকে স্মরণ করে তিনি বলেছেন, বঙ্গবন্ধু মাও সেতুং ও চৌ এন লাইয়ের সঙ্গে বৈঠক করেছেন ১৯৫২ ও ১৯৫৭ সালে। সেই ঐতিহাসিক সম্পর্ক বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এখনও বজায় রেখে চলেছেন। সেই সঙ্গে বঙ্গবন্ধুর আজীবনের লালিত স্বপ্ন সোনার বাংলা এবং যে অসমাপ্ত কাজ রয়েছে, সেগুলো শেখ হাসিনার নেতৃত্বে বাস্তবায়ন হচ্ছে।’