‘কারাগারে মুশতাকের মৃত্যু নিয়ে জানতে চেয়েছেন জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার’

গত বছরের ফেব্রুয়ারি মাসে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগারে থাকা অবস্থায় মুশতাক আহমেদের মৃত্যুর বিষয়ে জানতে চেয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট।

রবিবার (১৪ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠকে তিনি বিষয়টি উত্থাপন করেন।

বৈঠকের পরে আইনমন্ত্রী বলেন, ‘মত প্রকাশের স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা এবং মুশতাক নিয়ে কথা হয়েছে। আলাপ হয়েছে প্রশিক্ষণের বিষয়ে। আরও অনেক বিষয়ে আলাপ হয়েছে।’

তিনি বলেন, ‘হাইকমিশনার মুশতাক নিয়ে জানতে চেয়েছেন এবং আমি উত্তর দেওয়ার পরে আর কোনও প্রশ্ন করেননি।’

এজেন্সিগুলোর কর্মকর্তাদের প্রশিক্ষণের বিষয়টি জোরালোভাবে এসেছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘এজেন্সিগুলোর সদস্যদের মানবাধিকার বিষয়ে প্রশিক্ষণের বিষয়ে জোর দিয়েছি। আমরা বলেছি— আপনারা একটি প্রস্তাব পাঠান, আমরা বিবেচনা করবো।’

আমরা খুব গুরুত্বের সঙ্গে তুলে ধরেছি যে— প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার মানবাধিকারকে সাংঘাতিক মূল্য দেয়। তার কারণ হচ্ছে মানবাধিকার লংঘনের একজন ভিকটিম হচ্ছেন প্রধানমন্ত্রী স্বয়ং। সেই জন্য শেখ হাসিনার সরকার মানবাধিকারকে সমুন্নত রাখবে। আইন দ্বারা কীভাবে এর লংঘন বন্ধ করা যায় সেই বিষয়ে সরকার সক্রিয় থাকবে বলে জানান আইমন্ত্রী।

ডিজিটাল নিরাপত্তা আইন নিয়েও হাইকমিশনারকে বলা হয়েছে জানিয়ে আইনমন্ত্রী বলেন, আমি একটি টিম করে দিয়েছি, যেখানে আইন সচিব সভাপতি এবং ওই কমিটিতে পররাষ্ট্র, স্বরাষ্ট্র, আইসিটি ডিভিশনের প্রতিনিধিরা আছেন। এই কমিটি হাইকমিশনার অফিসের সঙ্গে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে আলোচনা করছেন এবং এ বিষয়ে একটি প্রতিবেদন বের হয়েছে। আমি প্রতিবেদনটি দেখার পরে এ বিষয়ে কী পদক্ষেপ নেবো সেটির সিদ্ধান্ত জানাবো।

আরও পড়ুন:

মিশেল ব্যাচেলেট ঢাকায়