‘আমাদের মিডিয়া বেশ শক্তিশালী’

বাংলাদেশে মিডিয়ার স্বাধীনতা নেই, এ ধরনের কোনও তথ্য পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের কাছে নেই। রবিবার (১৪ আগস্ট) জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেটের সঙ্গে বৈঠকে এ কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠকের পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘আরেকটি ইস্যু হচ্ছে—তাদের ধারণা বাংলাদেশে মিডিয়াতে কোনও স্বাধীনতা নেই, কেউ নিজের কথা বলতে পারে না, সবকিছু সেন্সর করে প্রচার করা হয়। আমি বললাম যে—আমার এ ধরনের তথ্য জানা নেই। আমি তো দেখি আমাদের মিডিয়া বেশ শক্তিশালী।

তিনি বলেন, কেউ কেউ মনে করে যে মিডিয়া মনে হয় নিয়ন্ত্রণে রয়েছে। তাদের বলা হয়েছে— বাংলাদেশে অনেক মিডিয়া নিবন্ধন করা হয়েছে। কিন্তু সরকারের মিডিয়া ছাড়া আর কোনও মিডিয়া নেই। আমি বললাম এ দেশে ২,৮০০ সংবাদপত্র প্রতিদিন বের হয়। সরকার এগুলোকে সেন্সর করে—এ ধরনের কোনও তথ্য আমার জানা নেই। এই ক্ষমতাও আমাদের নেই।

নিজের সাম্প্রতিক মন্তব্যের বিষয়ে তিনি বলেন, ‘আমরা অনেকের চেয়ে ভালো আছি, বলতে পারেন বেহেশতে আছি। আর যায় কোথায়! সবাই আমারে এক্কেরে... আমি তো ট্রু সেন্সে বেহেশত বলিনি, কথার কথা। কিন্তু আপনারা সবাই আমারে খেয়ে ফেললেন। এই হলো বাংলাদেশের মিডিয়ার স্বাধীনতা খর্ব!’

তিনি বলেন, ‘আমি কী মিডিয়ার স্বাধীনতা খর্ব করেছি? আফটার অল আই এম এ পাবলিক ফিগার। নিশ্চয় আপনারা আমাকে ক্রিটিসাইজ করতে পারেন। আই ডোন্ট মাইন্ড। তবে আগামীতে সাবধান হতে হবে। আমি খোলামেলা মানুষ, আমি শিক্ষক মানুষ। আমি যেটা মনে করি, সেটা খোলামেলা বলে ফেলি।’