বিভিন্ন সংকটে সরকারের পদক্ষেপ জানাতে সংসদে সাধারণ প্রস্তাব উঠছে

করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ সাম্প্রতিক নানা সংকটে সরকারের নেওয়া পদক্ষেপ জাতিকে জানাতে সংসদে সাধারণ প্রস্তাব উঠছে।

জাতীয় পার্টির সংসদ সদস্য ও দলটির মহাসচিব মো. মুজিবুল হক (কিশোরগঞ্জ-৩) এ প্রস্তাবটি তুলছেন বলে সংসদের কার্যসূচি থেকে জানা গেছে।

মঙ্গলবার (৩০ আগস্ট) সংসদে প্রস্তাবটি তোলার পর তা নিয়ে সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে।

কার্যপ্রণালি-বিধির ১৪৭ বিধির আওতায় মুজিবুল হকের প্রস্তাবটি হচ্ছে- ‘সংসদের অভিমত এই যে, কোভিড-১৯, বৈশ্বিক অস্থিরতা, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক বিপর্যয়, জ্বালানি সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রভৃতি সমস্যা মোকাবিলা করার নিমিত্ত সরকারের গৃহীত স্বল্প ও দীর্ঘমেয়াদি টেকসই পদক্ষেপগুলো মহান সংসদে আলোচনার মাধ্যমে জাতিকে অবহিত করা হোক।’