ভারতের সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

সোমবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় দিল্লির চাণক্যপুরীতে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে ভারতের সিভিল সোসাইটি বা সুশীল সমাজের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লিতে সাবেক সিনিয়র কূটনীতিবিদ, একাত্তরের ওয়ার ভেটেরান, শিক্ষাবিদ, সাংবাদিকসহ বহু অতিথি সেখানে আমন্ত্রিত ছিলেন। তাদের সঙ্গে নৈশভোজ সারেন শেখ হাসিনা।

ভারতের সিনিয়র ক্যাবিনেট মন্ত্রী নীতিন গড়করি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও দক্ষিণ দিল্লির এমপি মীনাক্ষি লেখি, সাবেক সেনাপ্রধান ও বিজেপি এমপি জেনারেল ভি কে সিংসহ একাধিক মন্ত্রী সেখানে ভারত সরকারের প্রতিনিধিত্ব করেন। ছিলেন বাংলাদেশ লাগোয়া মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। 

এর আগে দিল্লির অভিজাত আইটিসি মৌরিয়া হোটেলে তার সঙ্গে বৈঠকে মিলিত হন ভারতের সুপরিচিত শিল্পপতি ও আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি। সেই বৈঠক নির্ধারিত সময়ের চেয়েও অনেক বেশি– প্রায় নব্বই মিনিট ধরে চলাতেই দূতাবাসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর যোগ দিতে কিছুটা দেরি হয়। তবে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদলের সদস্যরা বলছেন, বাংলাদেশে বিনিয়োগ নিয়ে গৌতম আদানির সঙ্গে প্রধানমন্ত্রী হাসিনার খুব ফলপ্রসূ আলোচনা হয়েছে।

ছবিতে দেখুন সোমবার রাতে দূতাবাসে প্রধানমন্ত্রী হাসিনার সঙ্গে দিল্লির সুশীল সমাজের মতবিনিময় অনুষ্ঠানের কয়েকটি ঝলক। ছবি তুলেছেন বাংলা ট্রিবিউনের দিল্লি প্রতিনিধি রঞ্জন বসু।

সফরে তিস্তা চুক্তি হচ্ছে না, তবে অনুষ্ঠানে ছিল অতিথিদের জন্য তিস্তা নামাঙ্কিত টেবিলপ্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে দূতাবাসের বার্তা
অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি ও মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমাবাণিজ্যমন্ত্রী টিপু মুন্সীর সঙ্গে কথা বলছেন ঢাকায় ভারতের সাবেক রাষ্ট্রদূত রিভা গাঙ্গুলী দাশঅনুষ্ঠানে আগত অতিথিদের একাংশদূতাবাস প্রাঙ্গণ সেজে উঠেছিল প্রধানমন্ত্রীর সংবর্ধনায়