ভারতকে জ্বালানি সরবরাহের অনুরোধ

দেশের চাহিদা মেটাতে ভারত থেকে জ্বালানি আনতে চায় বাংলাদেশ। দেশটিকে জ্বালানি সরবরাহের অনুরোধ জানানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর উপলক্ষে বুধবার (৭ সেপ্টেম্বর) ঘোষিত যৌথ বিবৃতিতে এ কথা জানানো হয়।

চার দিনের ভারত সফরে সোমবার (৫ সেপ্টেম্বর) দিল্লি পৌঁছান শেখ হাসিনা। মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তিনি বৈঠক করেন। এসময় দুই দেশের মধ্যে সাতটি সমঝোতা চুক্তি হয়।

বিবৃতিতে বলা হয়, জ্বালানি সরবরাহের বিষয়ে দুই দেশের নির্ধারিত কর্তৃপক্ষের মধ্যে আলোচনা করার বিষয়ে একমত হয়েছে ভারত। এক্ষেত্রে সরকারিভাবে পরিশোধিত জ্বালানি সরবরাহের জন্য ইন্ডিয়ান অয়েল করপোরেশনকে অনুমোদন দেওয়ার বাংলাদেশি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ভারত সরকার।

বাংলাদেশের জ্বালানি চাহিদা মেটানোর জন্য ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন তৈরির অগ্রগতি পর্যালোচনা করেন দুই নেতা। উভয় দেশ আশা প্রকাশ করে যে প্রকল্পটি দ্রুত শেষ হবে।

আসাম ও মেঘালয়ে ভয়াবহ বন্যার সময়ে বাংলাদেশের মধ্য দিয়ে আসাম থেকে ত্রিপুরায় জ্বালানি তেল সরবরাহে সহযোগিতা করার জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে ভারত।