আরও ৯ লাখ টন চাল কেনার সিদ্ধান্ত

এ বছর খরার কারণে আমনের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছে সরকার। এমন বাস্তবতায় চালের ঘাটতি মোকাবিলায় ও চালের বাজার স্থিতিশীল রাখতে আরও ৯ লাখ টন চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (১৪ সেপ্টেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল বারিক ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল বারিক জানান, মোট ৯ লাখ টনের মধ্যে ৪ লাখ টন চাল কেনা হবে সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে। বাকি ৫ লাখ টন চাল কেনা হবে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে। দ্রুততম সময়ের মধ্যে চাল আনার জন্য দরপত্রের সময়সীমা ৪২ দিনের পরিবর্তে ১৫ দিন নির্ধারণ করা হয়েছে।