বিশ্বনেতারা আমাদের প্রধানমন্ত্রীকে অনুকরণ করছেন: বীর বাহাদুর

‘বিশ্বদরবারে বাংলাদেশ উন্নয়নের ক্ষেত্রে একটি রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। বিশ্বনেতারা আজ আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব কাজকে অনুকরণ ও অনুস্মরণ করছেন। এটা বাংলাদেশের মানুষের জন্য বড় গর্বের ও অহংকারের বিষয়।’

‘দেশ ও মানুষের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। পার্বত্যবাসীর জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাপক উন্নয়ন বরাদ্দ দিয়েছেন।’

শনিবার (২৪ সেপ্টেম্বর) বান্দরবানের লামার সদরে পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে নির্মিত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও উপকারভোগীদের মাঝে অর্থ বিতরণের এসব কথা বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

শনিবার (২৪ সেপ্টেম্বর) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

মন্ত্রী বীর বাহাদুর বলেন, ‘বান্দরবানের প্রত্যেক নাগরিক শান্তি, সম্প্রীতি, দারিদ্র্যমুক্ত থেকে সার্বিক উন্নয়নের সুফল ভোগ করছে।’

রেড ক্রিসেন্ট সোসাইটির কাজের প্রশংসা করে মন্ত্রী বলেন, ‘বিনাশ্রমে দুর্যোগ মুহূর্তে তারা ফ্রন্ট লাইনের যোদ্ধা। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশ গড়ার কাজে রেড ক্রিসেন্ট সোসাইটি বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করেন মন্ত্রী।’

বিজ্ঞপ্তিতে জানানো হয়, লামা উপজেলায় সোয়া ছয় কোটি টাকা ব্যয়ে ছয়টি উন্নয়নকাজের উদ্বোধন করেন মন্ত্রী। বান্দরবান রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে জীবিকায়ন সুফলভোগীদের মাঝে আয়বৃদ্ধিমূলক কাজের জন্য লামার সদর ইউনিয়নের ১২৯ জন সুফলভোগীকে ৩০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

পরে মন্ত্রী বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে নবনির্মিত লামা মার্কার মসজিদ কমপ্লেক্স ভবন, লামা উপজেলায় মডার্ন হাই স্কুলের ছাত্রাবাস ভবন, চতুর্থ শ্রেণির কর্মচারীদের ক্লাব ঘর, ইয়াংছা ফয়েজুল উলুম হামিউচ্ছুনা মাদ্রাসা ভবন, ইয়াংছা রাম মন্দিরে যাতায়াতের আরসিসি রাস্তা ও কক্ষ সম্প্রসারণ এবং গজালিয়া আর্মি ক্যাম্পের সংযোগ রাস্তার উদ্বোধন করেন।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট ইউনিট বান্দরবানের ভাইস প্রেসিডেন্ট আব্দুর রহিম চৌধুরীর সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আযম, পরিচালক বেলাল হোসেন, বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজা, লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তফা জাবেদ কায়সার উপস্থিত ছিলেন।