ডলারের দাম কমলে নিত্যপণ্যে সুবিধা দিতে পারবো: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বিশ্ববাজারে নিত্যপণ্যের দাম কমার ফলে যে সুবিধা পাওয়ার কথা ছিল, ডলারের দাম বেড়ে যাওয়ায় তা আমরা পাচ্ছি না। ডলারের দাম কমলে ভোক্তাদের সুবিধা দিতে পারবো। চলমান অবস্থায় ঘাবড়ানোর কিছু নেই। খাদ্যের যে উৎপাদন তাতে কোনও সমস্যা হবে না।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সের চতুর্থ সভাশেষে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, কানাডাসহ অন্যান্য দেশ থেকে ব্যবসায়ীরা গম আনা শুরু করেছেন। ইউক্রেন-রাশিয়া থেকে গম আমদানি বন্ধ হওয়ার পর সরকারের সহায়তায় ব্যবসায়ীরা এ উদ্যোগ গ্রহণ করেছে। এতে আটা-ময়দার বাজার খুব শিগগিরই স্বাভাবিক হয়ে যাবে।

তিনি বলেন, এক বড় ব্যবসায়ী বললেন—তার একটি জাহাজ তুরস্কে আটকে ছিল। সেটা এরইমধ্যে রওনা হয়েছে। সেখানে ৫৫ হাজার টন গম রয়েছে। অর্থাৎ গমের সরবরাহ বা সাপ্লাই ঠিক হয়ে যাবে। তবে ইউক্রেন হলো আমাদের প্রধান (গম) সরবরাহকারী দেশ। সেখান থেকে আনতে পারলে গমের বাজার স্থিতিশীল হবে। তবে এখন দাম বেশি পড়লেও ঘাটতি মেটাতে কানাডা থেকে আনার চেষ্টা করছি।

সম্প্রতি ডালের দাম বৃদ্ধির বিষয়টি সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে টিপু মুনশি বলেন, আমরা এখন টিসিবির মাধ্যমে নির্ধারিত দামেই ডাল দিচ্ছি। তবে ডালের সরবরাহ কিছুটা কমেছে। সে কারণে হয়তো দাম কিছুটা বাড়তে পারে। ট্যারিফ কমিশন এ বিষয়টি দেখবে।