রাশিয়ার বিরুদ্ধে রেজুলেশনে ভোটদানে বিরত বাংলাদেশ

জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে আনিত সোমবারের রেজুলেশনে ভোটদানে বিরত ছিল বাংলাদেশ। কেন সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে এ বিষয়ে কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি জাতিসংঘে।

ইউক্রেনের ক্ষতিপূরণ দেওয়া সংক্রান্ত ওই রেজুলেশনে দক্ষিণ এশিয়ার আটটি দেশের মধ্যে আফগানিস্তান ও মালদ্বীপ ছাড়া সবাই ভোটদানে বিরত ছিল। রেজুলেশনটির পক্ষে ৯৪ ভোট, বিপক্ষে ১৪টি এবং ৭৩টি দেশ ভোটদানে বিরত ছিল।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে আনা মোট পাঁচটি রেজুলেশনের মধ্যে দুটিতে পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ এবং তিনটিতে ভোটদানে বিরত ছিল। এর আগে গত ১৩ অক্টোবর রাশিয়ার বিরুদ্ধে আনা রেজুলেশনে পক্ষে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। এর পরপরই রাশিয়ার পক্ষ থেকে বাংলাদেশকে অনুরোধ করা হয় পরবর্তী রেজুলেশনগুলোতে যেন বাংলাদেশ ভোট দানে বিরত থাকে।

উল্লেখ্য, রাশিয়ার বিরুদ্ধে রেজুলেশনে ইউক্রেনে আগ্রাসনের মাধ্যমে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য মস্কোকে জবাবদিহি করার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে যুদ্ধের ফলে হওয়া ক্ষয়ক্ষতির জন্য কিয়েভকে ক্ষতিপূরণ দিতে মস্কোকে বাধ্য করার কথা বলা হয়েছে।