দক্ষিণ আফ্রিকায় থাকা ২১ আগস্ট হামলার আসামিকে ফেরত চায় বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকায় অবস্থানকারী ২১ আগস্ট গ্রেনেড হামলার দুই আসামিকে ফেরত চায় বাংলাদেশ। এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন দেশটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক ডেপুটি মিনিস্টার মাসেগো ডিলামিনি।

মঙ্গলবার (২২ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও দক্ষিণ আফ্রিকার উপমন্ত্রীর মধ্যে এ বিষয়ে আলোচনা হয়।

বৈঠকের পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলার দুই জন আসামি সেখানে আছেন বলে আমরা জানি। এরমধ্যে একজনের অবস্থান সম্পর্কে আমরা অবশ্যই নিশ্চিত। তাকে ফিরিয়ে আনার বিষয়ে আমি বিস্তারিত জানাতে চাই না। এটি নিয়ে আলোচনা হয়েছে এবং তাকে ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে তাদের সহযোগিতা পাবো, এটি তারা নিশ্চিত করেছে।’

অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি নিয়েও আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের জন্য এফবিসিসিআই’র সঙ্গে বৈঠক করেছেন দক্ষিণ আফ্রিকার মন্ত্রী।’

শাহরিয়ার আলম  বলেন, ‘কয়লা আমদানিতে সহযোগিতা পেতে আলোচনা হয়েছে দক্ষিণ আফ্রিকার মন্ত্রীর সঙ্গে।’

ডেপুটি মিনিস্টার মাসেগো ডিলামিনি বলেন, ‘দুই দেশের সম্পর্কের ৩০ বছরপূর্তি হবে ২০২৪ সালে। আমরা অর্থনৈতিক, সামাজিক এবং নিরাপত্তা বিষয়ে সহযোগিতা বৃদ্ধি করতে চাই।’

দুই দেশের মধ্যে জ্বালানি সহযোগিতা নিয়ে তিনি বলেন, ‘আমাদের দেশে কয়লার ব্যবহার কমাতে চাই এবং এজন্য নবায়নযোগ্য জ্বালানি নিয়ে বাংলাদেশের অভিজ্ঞতা আমরা জানতে চাই।’