রোহিঙ্গা নির্যাতনের তদন্ত শেষ হওয়া গুরুত্বপূর্ণ

রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার তদন্ত করছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট (আইসিসি। তদন্ত শেষ হওয়া ওই নির্যাতিত জনগোষ্ঠীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে বাংলাদেশ।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) নেদার‌ল্যান্ডসে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং আইসিসিতে বাংলাদেশের প্রতিনিধি রিয়াজ হামিদুল্লাহ আইসিসির ২১তম বার্ষিক সম্মেলনে একথা বলেন।

রোহিঙ্গাদের বিরুদ্ধে যে নির্যাতন চালানো হয়েছে, তার বিচার ও দায়বদ্ধতা নিশ্চিত করতে সহায়তার জন্য রোম স্ট্যাটুটের সব সদস্যের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নতুন নতুন ইস্যু এবং জটিল ভূ-রাজনৈতিক সমীকরণের জন্য রোহিঙ্গাদের ওপর চালানো বর্বর নির্যাতনের প্রতি দুঃখজনকভাবে বিশ্ব আগ্রহ হারিয়ে ফেলছে।’ 

রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ সাধ্যের অতিরিক্ত করছে জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশিরা এখন মনে করে, রোহিঙ্গাদের পাশে এখন তারা ছাড়া আর কেউ নেই। রোহিঙ্গাদের মানবিক সহায়তার পাশাপাশি রাজনৈতিক সমর্থনেরও প্রয়োজন দরকার।’

রাষ্ট্রদূত বলেন, ‘বর্তমান টালমাটাল অবস্থায় আন্তর্জাতিক বিচার ব্যবস্থা যেন রোহিঙ্গাদের কথা ভুলে না যায়।’