প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হলেন তোফাজ্জল হোসেন মিয়া

প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র সচিব তোফাজ্জল হোসেন মিয়াকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন মুখ্য সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (৭ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। একই সঙ্গে সরকারের অতিরিক্ত সচিবের পদমর্যদায় প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিনকে পদোন্নতি দিয়ে সচিবের মর্যাদায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব নিয়োগ করা হয়েছে।

ড. আহমেদ কায়কাউসের স্থলাভিষক্ত হবেন নতুন মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া। ১৯৬৪ সালের ৫ জুলাই পিরোজপুরে জন্মগ্রহণ করেন তিনি। তিনি ১৯৯১ সালে বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগ দেন।

তিনি প্রধানমন্ত্রীর একান্ত সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক ছিলেন। পঞ্চগড়, কুমিল্লা ও ঢাকার জেলা প্রশাসকের (ডিসি) দায়িত্ব পালন করেন তোফাজ্জাল হোসেন মিয়া।