নয়াপল্টনের সহিংসতায় যুক্তরাষ্ট্র দূতাবাসের উদ্বেগ

নয়াপল্টনে রাজনৈতিক সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র দূতাবাস। 

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) এক ফেসবুক পোস্টে দূতাবাস থেকে বলা হয়, ঢাকায় ভীতি প্রদর্শন ও সহিংসতার খবরে আমরা উদ্বিগ্ন। আমরা সবাইকে আইনের শাসন এবং সহিংসতা, হয়রানি ও ভীতি প্রদর্শন পরিহার করার জন্য আহ্বান জানাচ্ছি।

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের নামোল্লেখ করে সেখানে বলা হয়, সহিংসতার ঘটনা তদন্ত এবং মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশ আয়োজন নিশ্চিত করার জন্য আমরা সরকারকে উৎসাহিত করছি।